Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
স্থানীয় সরকার
নাগরিক সেবা

0


চলতি প্রকল্পসমূহ

0


কার্যক্রম

স্থানীয় সরকার শাখা থেকে যে সমস্তকার্যাবলী সম্পন্ন হয়ে থাকে তার বিবরণঃ

           

১)         ইউনিয়ন পরিষদের কর প্রস্তাবনা অনুমোদন ;

২)         ইউনিয়ন পরিষদের সচিবগণের নিয়োগ ও বদলীর ব্যবস্থা করা ;

৩)         ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের শপথ গ্রহণ করানো;

৪)         ইউনিয়ন পরিষদের বার্ষিক আয় ব্যয়ের হিসাব এবং বাজেট অনুমোদন করা ;

      অডিট রিপোর্ট পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা ;

৫)         ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করা ও অনুমোদন দেয়া ;

৬)         ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সচিবগণের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ তদন্ত করা ;

৭)         পৌরসভা ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করা;

৮)         ইউনিয়ন পরিষদ সচিব ও গ্রাম পুলিশদের  বেতনের সরকারী অংশ প্রদান করা ;

৯)         ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যগণের  সম্মানী  এবং সরকারী অংশ প্রদান করা ;

১০)        দুই বা ততোধিক ইউনিয়ন পরিষদের সাথে অমীমাংশিত বিষয়সমূহ নিস্পত্তি করা ;

১১)        ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের সম্পত্তির বিবরণ গ্রহণ করা ;

১২)        পৌরসভার সীমানা নির্ধারণের জন্য ডিলিমিটেশন কর্মকর্তা নিয়োগ করা ;

১৩)       পৌরসভার চেয়ারম্যানগনের শপথ গ্রহণ করানো;

১৪)        সরকার কর্তৃক প্রদত্ত অন্যান্য যে কোন দায়িত্ব পালন ;

 

২। বিবিধঃ

ক) জেলা উন্নয়ন সমন্বয় সভা করা হয়।

খ) এনজিও মাসিক সমন্বয় সভা করা হয়।

গ) এনজিও সর্ম্পকে সার্বিক কার্যক্রম এ শাখা থেকে পরিচালিত হয়।


যোগাযোগ

স্থানীয় সরকার শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, মেহেরপুর।


অন্যান্য

0


কর্মচারীবৃন্দ
ভারপ্রাপ্ত কর্মকর্তা