Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পাবলিক লাইব্রেরি

বইয়ের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি এবং পাঠাভ্যাস গড়ে তোলার মাধ্যমে আলোকিত মানব সমাজ গঠনের বিভিন্ন পর্যায়ে গ্রন্থাগার স্থাপনের বিষয়ে বর্তমান সরকার বিশেষ গুরুত্বাপরোপ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী সকল শ্রেণীর মানুষের প্রতি প্রিয়জনকে বই উপহার দিন- এ মর্মে উদাত্ত আহবান জানিয়েছে। সরকারের গণ-গ্রন্থাগার অধিদপ্তর এ জেলায় বিভিন্ন পাঠাগারকে আর্থিক অনুদান এবং অনুদান হিসেবে মূল্যবান বইপুস্তক সরবরাহ করে সহায়তা প্রদান করেছে। গণ-প্রন্থাগার অধিদপ্তর কর্তৃক এ জেলায় বিগত জানুয়ারি ২০০৯ হতে মার্চ ২০১২ পর্যন্ত সময়ে এ ধরণের সহায়তা/কর্মকান্ডের বিবরণ নিম্নরুপঃ

 

      
কার্যক্রমবছরের চিত্রমোট
পুস্তকের সংখ্যা১৩,২১২ টি১৩,২১৭ টি
পাঠকের উপস্থিতিদৈনিক গড় ৩৩৪.৭০ জন৬৬৯৪ জন